গোদাগাড়ী থেকে ইয়াবাসহ ১ জন আটক

রাজশাহী জেলার গোদাগাড়ী চৌরাস্তা সংলগ্ন বিসমিল্লাহ হোটেলে মঙ্গলবার অভিযান চালিয়ে র‌্যাব ৩৯৯ পিস ইয়াবাসহ ১ জনকে আটক করেছে। আটককৃত হচ্ছে শিবগঞ্জের উজিরপুর গ্রামের সাগর আলীর ছেলে জামাল হোসেন (৩৪)।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি অপারেশন দল রাজশাহী জেলার গোদাগাড়ী চৌরাস্তা সংলগ্ন বিসমিল্লাহ হোটেলের মধ্যে অভিযান চালিয়ে ইয়াবাসহ জামালকে হাতেনাতে আটক করে। র‌্যাব আরো জানায়, জামাল দীর্ঘদিন যাবৎ ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত।
এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫-০৮-১৫