স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালিন ক্রীড়া প্রতিযোগিতার ফুলকুড়ি ইসলামিক একাডেমী জয়
বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতি চাঁপাইনবাবগঞ্জ আয়োজিত- জেলা পর্যায়ে ৪৪তম জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালিন ক্রীড়া প্রতিযোগিতা ২০১৫ এর চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত রোববারের খেলায় বালিক হ্যান্ডবলে ফুলকুড়ি ইসলামিক একাডেমী ২২-৭ গোলে শিবগঞ্জ ইসলামিক একাডেমী কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে উল্লেখযোগ্য গোলদাতা, ডালিম ১১টি, হেলাল ৪টি, আলামিন ৩টি এবং বিজিত দলের পক্ষে মাহফুজ ৪টি ও আরিফ ৩টি গোল করে। বালিকা হ্যান্ডবলে মাসুদ-উল-হক ইনষ্টিটিউট (সদর) ৯-১ গোলে মুশরিভূজা উচ্চ বিদ্যালয় (ভোলাহাট) কে পরাজিত করে । বিজয়ী দলের পক্ষে মারথা ৬টি, মুনিরা, নিলমনি, সিমা ১টি করে এবং বিজিত দলের পক্ষে বাসরী ১মাত্র গোলটি করে। কাবাডি বালকে নয়ানশুকা আর.কে উচ্চ বিদ্যালয় (সদর) ৮৬-৩৯ পয়েন্টে সবদলপুর দাখিল মাদ্রাসা (নাচোল) কে পরাজিত করে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ৩০-০৮-১৫
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ৩০-০৮-১৫