গ্রীষ্মকালিন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা ফুটবলে কৃষ্ণগোবিন্দপুর ও চামাগ্রামের জয়

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পর্যায়ে ৪৪তম জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালিন ক্রীড়া প্রতিযোগিতা ২০১৫ এর  সোমবার লক্ষীপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতায় ফুটবল খেলায় জয় পেয়েছে কৃষ্ণগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়। তারা ৪-০ গোলে শংকরবাটী হেফজুল উলুম কামিল মাদ্রাসাকে পরাজিত করে। দলের পক্ষে অলিউল ২টি, দেলোয়ার ও নয়ন ১টি করে গোল করে। দ্বিতীয় খেলায় চামাগ্রাম হেনা উচ্চ বিদ্যালয় ৪-০ গোলে যাদুপুর দূর্গাপুর উচ্চ বিদ্যালকে পরাজিত করে। দলের পক্ষে জাব্বার ৩টি ও সবুজ ১টি গোল করে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ১৭-০৮-১৫