শিবগঞ্জের রঘুনাথপুর সীমান্তে বিএসএফের গুলিতে আহত ২
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের রঘুনাথপুর সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত হয়েছেন। আহতরা হলেন শিবগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের আব্দুস সাত্তার(৪০) ও তার ছেলে শহিদুল ইসলাম(২৮)। তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তবে সীমান্তে গুলিতে দুই বাংলাদেশী আহতের বিষয়ে বিজিবি নিশ্চিত নয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শহিদুল জানান, শুক্রবার ভোর রাতে তারা পদ্মা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন, এই সময় তাদের বিএসএফ সদস্যরা গুলি করে। পরে তারা আহত অবস্থায় কোন রকমে নৌকা নিয়ে তীরে আসেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেলে নিয়ে আসে।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবির উপঅধিনায়ক মেজর নাজমুল আলম জানান, সীমান্তে গোলাগুলিতে হতাহতের কোন খবর আমাদের জানা নেয়। আমরা আমাদের সকল বিওপির মাধ্যমে এই বিষয়ে খোঁজ নিয়েও হতাহতের কোন খবর নিশ্চিত হতে পারেনি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২৯-০৮-১৫
তবে সীমান্তে গুলিতে দুই বাংলাদেশী আহতের বিষয়ে বিজিবি নিশ্চিত নয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শহিদুল জানান, শুক্রবার ভোর রাতে তারা পদ্মা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন, এই সময় তাদের বিএসএফ সদস্যরা গুলি করে। পরে তারা আহত অবস্থায় কোন রকমে নৌকা নিয়ে তীরে আসেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেলে নিয়ে আসে।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবির উপঅধিনায়ক মেজর নাজমুল আলম জানান, সীমান্তে গোলাগুলিতে হতাহতের কোন খবর আমাদের জানা নেয়। আমরা আমাদের সকল বিওপির মাধ্যমে এই বিষয়ে খোঁজ নিয়েও হতাহতের কোন খবর নিশ্চিত হতে পারেনি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২৯-০৮-১৫