রহসপুরে পৃথূলা মটরসের শো-রুম উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর  উপজেলার রহনপুরে  পৃথূলা মটরসের শো-রুমে উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকালে রহনপুর স্লুইস গেট সংলগ্ন লুসি টাওয়ারের মহব্বত শপিং কমপেক্্ের এ শো-রুমের উদ্বোধন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান, পৃথূলা মটরসের চাঁপাইনবাবগঞ্জ শো-রুমের  ব্যবস্থাপক রেজাউল তৌফিক, রহনপুর শো-রুমের  ব্যবস্থাপক পারভেজ শেখ প্রমুখ। এ শো-রুমে রানার গ্রুপের বিভিন্ন  ব্র্যান্ডের মোটরসাইকেল পাওয়া যাবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৭-০৮-১৫