‘স্যামসং’ মোবাইল ব্রান্ড শপ এ উদ্ধোধনী লটারীর ড্র অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে ২৭ জুন উদ্ধোধন হওয়া জেলার প্রথম ব্রান্ড মোবাইল শপ শো রুম স্যামসং এ যে সব ক্রেতা স্মার্টফোন ক্রয় করেন ও দর্শনার্থী পরিদর্শন করে নির্ধারিত সময়ের মধ্যে উদ্ধোধনী ‘কাম এন্ড উইন’ লটারীতে অংশ নেন তাদের জন্য বুধবার রাতে শো রুমে লটারীর ড্র অনুষ্ঠিত হয়েছে। আনন্দঘন পরিবেশে ক্রেতা দর্শনার্থীদের নিয়ে এই ড্র তে ৩টি স্মার্ট ফোন সহ ৩৩ টি পুরস্কার দেওয়া হয়। এ সময় প্রথম পুরস্কার একটি স্মার্ট ফোন লাভ করেন চাঁপাইনবাবগঞ্জ সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের  শিক্ষার্থী শহরের শিয়ালা এলাকার আব্দুল করিম। দ্বিতীয় পুরস্কার আরেকটি স্মার্টফোন লাভ করেন একই স্কুলের শিক্ষক মাসুদ রানা। অনুষ্ঠানে এক্সিম ব্যাংকের ব্যবস্থাপক বেলায়েত হোসেন, বেসরকারী উন্নয়ন সংস্থা প্রয়াস মানবিক উন্নয়নের সোসাইটির প্রধান নির্বাহী হাসিব হোসেন সহ অনান্যরা উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২-০৮-১৫