সাঁতার প্রতিযোগিতায় অংশ নেয়া হলো না বাবু’র > সুইমিং পুলেই স্বপ্ন শেষ

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শিবতলা এলাকার জেলা সুইমিং পুলে শুক্রবার সাঁতার অনুশিলন করতে গিয়ে ডুবে বাবু নামের এক কিশোর নিহত হয়েছে। নিহত বাবু শিবতলা নতুনপাড়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে।
বাবু’র পারিবারিক সূত্র ও স্থানীয়রা জানায়, এবারের জাতীয় বয়স ভিক্তিক সাঁতার প্রতিযোগিতা যোগদান করার জন্য সকালে সুইমিং পুলে সাঁতার অনুশিলন চলছিল। ২০ সদস্যের অনুশিলন দলে বাবুও ছিল। পুলে নেমে ১০০ ফ্রিস্টাইল প্র্যাকটিস করার সময় হটাৎ পুলের পানি নিচে তলিয়ে যায়। পরে পাশেই থাকা র‌্যাব সদস্যদের সহায়তায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
বাবু’র পারিবারিক সূত্র জানিয়েছে, নিহত বাবু চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের ছাত্র ছিল। তার কৃতি সাঁতারু হওয়ার স্বপ্ন ছিল।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২১-০৮-১৫