হানিফ পরিবহন থেকে ফেন্সিডিলসহ একজন আটক

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মহারাজপুর হাট এলাকা থেকে ফেন্সিডিলসহ তাইফুর রহমান ওরফে লিটন হাসান (৩৩) নামের একজনকে আটক করেছে র‌্যাব। সে চুনাখালি বটিপাড়ার সাদিকুল ইসলামের ছেলে।
র‌্যাব জানান, রবিবার রাতে শিবগঞ্জ থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের কোচে একজন মাদক ব্যবসায়ী ফেনসিডিল বহন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের অপারেশন দল মহারাজপুর পূবালী ব্যাংকের সামনে মহাসড়কের উপর কোচটির গতিরোধ করে। পরে কোচটি তল্লাশী চালিয়ে লিটন হাসানের বসার সীটের নীচ থেকে ১২৯ বোতল ভারতীয় ফেনসিডিল ও ১টি বিদেশী মদ (হুইসকি) উদ্ধার করে। এসময় লিটনকে আটক করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৩-০৮-১৫