১৪ শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপসহ মাল্টিমিডিয়া সামগ্রি বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃহস্পতিবার ১৪ টি ল্যাপটপসহ মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ করা হয়েছে। সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এইসব সামগ্রি বিতরণ করেন, স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওদুদ। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা শাকিলা দিল হাসিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসমিন আরা বেগম, ভাইস চেয়ারম্যান সোহরাব আলী, সদর উপজেলা প্রকৌশলী আনম ওয়াহিদুজ্জামান শাওন প্রমুখ।
২০১৪-২০১৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় সদর উপজেলার উন্নয়ন সহায়তা থোক বরাদ্দের অনুকুলে ১৪টি ল্যাপটপ, ১৪টি মাল্টিমিডিয়া প্রজেক্টর, ১৪টি মাল্টিমিডিয়া স্ক্রীন, ১৪টি সাউন্ডসিস্টেম বিতরণ করা হয়েছে। এ ছাড়াও ১৪টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১৭৫টি উঁচুনিচু বেঞ্চ, ৩৩টি সিলিং ফ্যান, ১৪২টি ফুটবল নেটসহ ৩০টি ভলিবল বিতরণ করা হয়।



চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩-০৮-১৫