নজিপুর-সাপাহার সড়কের বেহাল দশা > জনদূর্ভোগ চরমে

নওগাঁয় পত্নীতলা-সাপাহার সড়কের মধইল বাসষ্ট্যান্ড ও  বাঁকরইল মোড় হতে সাপাহার উপজেলা সদর পর্যন্ত অংশ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। পূর্ব হতেই ১৮ কিলোমিটার এই সড়কের ৫ কিলোমিটার অংশে খানা খন্দে ভরপুর থাকলেও চলতি বর্ষা মৌসুমের কয়েকদিনের ভারী বর্ষণে রাস্তাটির বেহাল দশা হয়েছে। প্রতিদিন শত শত যানবাহনসহ হাজার হাজার যাত্রী এই সড়ক দিয়ে জীবণের ঝুঁকি নিয়ে চলাচল করছে। সড়কের এই ৫কিলোমিটার অংশে প্রতিদিনই ঘটছে ছোট খাট দূর্ঘটনা। এরপরও রাস্তাটির সংস্কারে কর্ত্তৃপক্ষের নেই কোন উদ্যোগ।

অনুসন্ধানে জানা গেছে, চারদলীয় জোট সরকারের আমলে তৎকালিন যোগাযোগ মšী¿ ব্যারিস্টার নাজমুল হুদা নজিপুর-সাপাহার প্রায় ১৮ কিলোমিটার রাস্তাটি আঞ্চলিক মহা সড়কে উন্নীত করণের জন্য উপজেলা সদর নজিপুর বাসষ্ট্যা-ে আনুষ্ঠানিকভাবে ফলক উন্মচোন করেন।  রাজনৈতিক পট পরিবর্তনের পর এই সড়কের উন্নয়নের কাজ আর এগোয়নি। তবে উম্মোচন ফলকটি এখনো কালের সাক্ষি হয়ে দাঁড়িয়ে রয়েছে।

এ বিষয়ে বাঁকরইল মোড়ে স্কুল ও কলেজ ছাত্রী রোমানা, নাসরিন, সুমি, খাদিজা, শারমিনসহ আরো কয়েকজন পথচারির সাথে কথা বললে সকলেই অভিযোগে জানান, প্রতিদিন এ সড়ক দিয়ে তাদের জীবণের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। মাঝে মধ্যেই দূর্ঘটনা ঘটায় বাড়িয়ে দেয় তাদের শঙ্কা। দিবর ইউনিয়নের চেয়ারম্যান মো. নুরুজ্জামান হোসেন জানায়, বাঁকরইল হতে সাপাহার পর্যন্ত রাস্তাটির  দ্রুত সংস্কার হওয়া উচিত। সম্প্রতি ভারি বৃষ্টিপাতে রাস্তার পার্শ্বের মাটিগুলো ধসে যাওয়ায় রাস্তাটি আরো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। পথচারিরা যে কোন সময় বড় ধরণের দুর্ঘটনার পড়তে পারেন বলেও তিনি আশংকা করেন। 

নজিপুর বাসষ্ট্যা-ে কর্মরত চেইন মাস্টার আব্দুর রফিক জানান, প্রতিদিন এ রাস্তা দিয়ে প্রায় দুই শতাধিক  যাত্রীবাহী বাসসহ প্রায় সহ¯্রাধিক ভুটভুটি, সিএনজি, ট্রাক, মিনিট্রাক, ট্রাকটর ইত্যাদি ঝুঁকি নিয়ে চলাচল করে। বাস মালিক আতাউস সামাদ (নান্টু) অভিমতে জানান, এ রাস্তায় বাস চলাচলের সময় আমাদের অনেকটা আতঙ্কের মধ্যে থাকতে হয়। পতœীতলা-সাপাহার সড়কে নিরাপদে যান ও যাত্রী চলাচল নিশ্চিত করার জন্য দ্রুত এই সড়কটির সংস্কার দাবী করেছেন এলাকাবাসী।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নওগাঁ, পত্নীতলা/ ০৩-০৭-১৫