ভাগবত পাঠ সপ্তাহ ও গীতা যজ্ঞ অনুষ্ঠিত

শ্রী শ্রী জগন্নাত দেবের রথযাত্রা উৎসব কালীন ৯ দিনব্যাপী ২৪ তম শ্রী শ্রী চৈতন্যভাগবতআস্বাদন এবং উল্টো-রথের দিন পূর্বাহে শ্রী শ্রী গীতা মহাযজ্ঞ পাঠ সপ্তাহ ও গীতা যজ্ঞ অনুষ্ঠিত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ শহরের হুজরাপুর শ্রীল শ্যামকিশোর দাস গোস্বামী মহারাজজী প্রতিষ্ঠিত উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের আয়োজনে শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গনে শনিবার রাতে শ্যামকিশোর দাস গোস্বামী মহারাজজী সভাপতিত্বে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. শংকর কুমার কুন্ডু, বাংলা বিভাগের সহকারি অধ্যাপক অরুপ রতন কুন্ড, অবসরপ্রাপ্ত শিক্ষক মোহিত কুমার দাঁ,  শাহ আলম, মুক্তমহাদলের সাধারণ সম্পাদক মোসফিকুর রহমান, ব্যবসায়ী মিহির সাহা, নিতাই প্রমুখ।
৯ দিনব্যাপী অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলার ভক্তরা অংশ নেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬-০৭-১৫