বেলেপুকুরে মিনি ক্রিকেট টুর্নামেন্টে শাহ নেয়ামতুল্লাহ কলেজ চ্যাম্পিয়ন

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের বেলেপুকুর তরুণ সংঘ আয়োজিত শাহনেয়ামতুল্লাহ কলেজ মাঠে এইট এ সাইড মিনি ক্রিকেট টুর্নামেন্ট ২০১৫ এর  বুধবার ফাইনাল  খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শাহ নেয়ামতুল্লাহ কলেজ ক্রিকেট দল। তারা ৪৪ রানে বেলেপুকুর ফিরোজ ক্রিকেট দল কে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে শাহ নেয়ামতুল্লাহ কলেজ ক্রিকেট দল নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে বারী ৬৬, আবুল ৩৭ রান করে। বেলেপুকুর হিরোজ  ক্রিকেট দলের বোলার সাগর ৩ ওভার ২৭ রানে ২টি, রিপন ৩ ওভার ২১ রানে ১টি উইকেট লাভ করে। ১৫৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বেলেপুকুর হিরোজ ক্রিকেট দল ১০ ওভারে সবকটি উইকেটে ১১৩ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে শুভ ৪৩, সজিব ৩৩ রান করে। শাহ নেয়ামতুল্লাহ কলেজ ক্রিকেট দল বোলার বারী ৩ ওভার ২৫ রানে ৪টি, নাইম ৩ ওভার ২৯ রানে ৩টি উইকেট লাভ করে। এ খেলার ম্যান অফ দ্যা ম্যাচ বারী এবং ম্যান অব দ্যা সিরিজ পুরষ্কার লাভ করে রানা। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মধ্যে ট্রফি বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাবিকুল হাসান রাকিব। এসময় উপস্থিত ছিলেন- টনিক, সানজিদ পারভেজ, আব্দুল্লাহ সাকিব, আব্দুস সামাদ সহ এলাকার ক্রিকেট প্রেমী দর্শকবৃন্দ। টুর্নামেন্টে ২৪টি দল অংশগ্রহণ করে।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ১৬-০৭-১৫