খেলা
»
হরিপুরে ঈদ উৎসব প্রীতি ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থক দলের কেউ হারেনি এবং জাবড়িতে অবিবাহিতদের জয়
হরিপুরে ঈদ উৎসব প্রীতি ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থক দলের কেউ হারেনি এবং জাবড়িতে অবিবাহিতদের জয়
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা হরিপুর লুক ভাটা মাঠে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদের দিন বৈকালে স্থানীয় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থক দলের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলাটি নির্ধারিত সময়ে ১-১ গোলে অমিমাংসিতভাবে শেষ হয়। প্রথমার্ধের খেলায় ১৫ মিনিটের সময় আত্মঘাতি গোলে আর্জেন্টিনা সমর্থক পিছিয়ে পড়ে এবং দ্বিতীয়ার্ধের ২৫ মিনিটের সময় আর্জেন্টিনা সমর্থক দলের হামেদ গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনে। পরে আর কোন গোল না হওয়ায় দু-দলের খেলোয়াড়রা ফুরফুরে মেজাজে মাঠ ত্যাগ করে। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন সেরাজুল ইসলাম। এবং অপর দিকে জাবড়ি কাজিপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে বহুদিন থেকে হয়ে আসছে ঈদের দিন বিকেলে বিবাহিত-অবিবাহিতদের মধ্যে ফুটবল খেলা। এবারের খেলায় অবিবাহিত ফুটবল দল ২-১ গোলে বিবাহিত ফুটবলকে পরাজিত করে। বিজয়ী দলের হয়ে সামিম ও সাহিন এবং বিজিত দলের করিম ১টি গোল করে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ২০-০৭-১৫