কানসাট ও ভোলাহাটে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কানসাট বাজার থেকে ১৪০ বোতল ফেন্সিডিলসহ একজনকে আটক করেছ পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলো ছত্রাজিতপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের ইউসুফ আলী (২২)।
শিবগঞ্জ থানার উপ পরিদর্শক মাহ্ফুজ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কানসাট বাজারের বাস কাউন্ডার এলাকায় আমের ক্যারেটে রাখা ফেন্সিডিলসহ ইউসুফ আটক করা হয়। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে আমাদের ভোলাহাট প্রতিবেদক জানান, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের  আদাতলা থেকে বিজিবি ৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে।
৪৩ বিজিবি’র পোল্লাডাংগা ক্যাম্পের কোম্পানী কমান্ডার আফতাব উদ্দিন জানান, নায়েক সাইফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে আদাতলা গ্রামের ব্রীজে মোটরসাইকেল যোগে রহনপুর অভিমুখে যাওয়ার সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ৪৫ বোতল ফেন্সিডিল ফেলে পালিয়ে যায়। সেখান থেকে ফেন্সিডিল গুলো উদ্ধার করা হয়।
এদিকে গত সোমবার আদাতলা বাজার হতে ১শত গজ দক্ষিণে রাস্তার উপর পরিত্যাক্ত অবস্থায় ৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ, ভোলাহট/ ০৩-০৭-১৫