মনাকষায় তিন গ্রামবাসীর সংঘর্ষ ॥ আহত ১৫ ॥ পুলিশের গুলিবর্ষণ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মাস্তান বাজারের ঈদগাহ মোড়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তিন’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে প্রায় ১৫ জন আহত হয়েছে। এ সময় ২০/২৫টি ককটেল বিস্ফোরিত হয়েছে। প্রায় সাড়ে ৩ ঘন্টা সংঘর্ষ চলার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফাজ উদ্দিনের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ও র্যাব ঘটনাস্থলে পৌছে এলাকায় সংঘর্ষ নিয়ন্ত্রণের জন্য পুলিশ ৫০ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে বলে পুলিশ সূত্রে জানাগেছে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এলাকাবাসী জানায়, রবিবার বিকেলে শিবগঞ্জ উপজেলার মনাকষা বিজিবি ক্যাম্প সংলগ্ন ফুটবল মাঠে হাউস নগর গ্রামের একদল যুবক ক্রিকেট খেলার জন্য আসে অন্যদিকে একই মাঠে রানীনগর ও পারচৌকা গ্রামের দুদল যুবক ফুটবল খেলতে আসে। ফুট বল ও ক্রিকেট খেলা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় দলের মধ্যে মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে তা গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে এলেও পরদিন সোমবার এরই জের ধরে আবারো সকাল সাড়ে ১০টার দিকে সংঘর্ষ শুরু হয়।
এদিকে, সংঘর্ষে উভয় পক্ষের ২০/২৫টি ককটেল বিস্ফোরণে অন্তত ১৫ জন আহত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে। আহতদের মধ্যে মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের মুখলেসুরের ছেলে হানিফ (১৩) ও মৃত মন্টুর ছেলে ফটিক এবং হাউসনগর গ্রামের সফিকুল ইসলাম (৪০) ও হাঙ্গামী গ্রামের রবুর ছেলে নওসাদ, নামোটোলা গ্রামে ফকিরের ছেলে মোজাম্মেল (৩৫) রানীনগর গ্রামের আলমের ছেলে বাবু (২৫) রানীনগর গ্রামের ইলিয়াস ঘোষের ছেলে এনতু (২৫), পারচৌকা গ্রামের মৃত ঈশার ছেলে মোহাববত আলি (৪৫), রানীনগর গ্রামের রুহুল, ১৫রশিয়া গ্রামের অপ্সাত এক শিশু ও এক পুলিশ কনস্টেবলসহ ১৫জন। এদের মধ্যে কয়েকজনকে রাজশাহী মেডিকাল কলেজহাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেষ সংবাদ পাওয়া পর্যন্ত পুলিশ ও র্যাব মোতায়েন রয়েছে। এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম এম ময়নুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ১২ জনকে আটক করা হয়েছে এবং বর্তমানে ওই এলাকা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২০-০৭-১৫
এলাকাবাসী জানায়, রবিবার বিকেলে শিবগঞ্জ উপজেলার মনাকষা বিজিবি ক্যাম্প সংলগ্ন ফুটবল মাঠে হাউস নগর গ্রামের একদল যুবক ক্রিকেট খেলার জন্য আসে অন্যদিকে একই মাঠে রানীনগর ও পারচৌকা গ্রামের দুদল যুবক ফুটবল খেলতে আসে। ফুট বল ও ক্রিকেট খেলা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় দলের মধ্যে মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে তা গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে এলেও পরদিন সোমবার এরই জের ধরে আবারো সকাল সাড়ে ১০টার দিকে সংঘর্ষ শুরু হয়।
এদিকে, সংঘর্ষে উভয় পক্ষের ২০/২৫টি ককটেল বিস্ফোরণে অন্তত ১৫ জন আহত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে। আহতদের মধ্যে মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের মুখলেসুরের ছেলে হানিফ (১৩) ও মৃত মন্টুর ছেলে ফটিক এবং হাউসনগর গ্রামের সফিকুল ইসলাম (৪০) ও হাঙ্গামী গ্রামের রবুর ছেলে নওসাদ, নামোটোলা গ্রামে ফকিরের ছেলে মোজাম্মেল (৩৫) রানীনগর গ্রামের আলমের ছেলে বাবু (২৫) রানীনগর গ্রামের ইলিয়াস ঘোষের ছেলে এনতু (২৫), পারচৌকা গ্রামের মৃত ঈশার ছেলে মোহাববত আলি (৪৫), রানীনগর গ্রামের রুহুল, ১৫রশিয়া গ্রামের অপ্সাত এক শিশু ও এক পুলিশ কনস্টেবলসহ ১৫জন। এদের মধ্যে কয়েকজনকে রাজশাহী মেডিকাল কলেজহাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেষ সংবাদ পাওয়া পর্যন্ত পুলিশ ও র্যাব মোতায়েন রয়েছে। এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম এম ময়নুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ১২ জনকে আটক করা হয়েছে এবং বর্তমানে ওই এলাকা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২০-০৭-১৫