পুলিশি নির্যাতনের প্রতিবাদে ছয় দফা দাবিতে ভিসি বরাবর স্মারকলিপি

রাজশাহী বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের ছাত্র ও ছাত্রলীগ নেতা কাজী আমিনুল ইসলাম লিংকনকে পুলিশের নির্যাতনের ঘটনায় ছয় দফা দাবিতে ভিসি (প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন) বরাবর স্মারকলিপি দিয়েছে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা ।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনে ভিসি’র দপ্তরে বিভাগের শিক্ষার্থী প্রসেনজিতের নেতৃত্বে এই স্মারকলিপি প্রদান করা হয় ।

দাবিগুলো হলো ১. গত ২৯শে জুন ২০১৫ তারিখের ঘটনায় তদন্ত কমিটি গঠণ ২. প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ ৩. লিংকনের সু-চিকিৎসার ব্যবস্থা করা ৪. ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি ব্যতীত অহেতুক পুলিশি হস্তক্ষেপ বন্ধ করণ ৫. অহেতুক পুলিশি নির্যাতন যাতে বন্ধ হয় তা নিশ্চিত করণ ৬. বিশ্ববিদ্যালয়ের ভিতর কোন সাধারণ শিক্ষার্থীর উপর সকল প্রকার পুলিশি নির্যাতন বন্ধ করণ ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, রাবি/ ০২-০৭-১৫