নাচোলের ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা

চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। নাচোল উপজেলার সোনাইচন্ডি হাট চত্বরের শ্রমিক ইউনিয়নের অফিস চত্বরে সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  আব্দুল কাদের। সভায় প্রধান বক্তা ছিলেন, শ্রমিক জোটের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তফিজুল ইসলাম পারুল। নাচোল উপজেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সভায় বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সাবেক শিক্ষক জালাল উদ্দিন, সোনাইচন্ডি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সাত্তার, ইউনিয়নের সাধারন সম্পাদক মিজানুর রহমান। এসময় ইউনিয়নে সকল সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ২০১৪ সালের ২১ জুন নাচোল উপজেলার ৭৮ জন ইমারত নির্মান শ্রমিক নিয়ে ইউনিয়নের কার্যক্রম শুরু হয়। রাজশাহী শ্রম অদিদপ্তর থেকে সংগঠনটির রেজিষ্ট্রেশন নম্বর ৩০১৩। বর্তমানে ইউনিয়নের তালিকাভৃক্ত সদস্য ২ শতাধিক। একটি অরাজনৈতিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত সংগঠনটি ইমারত নির্মান শ্রমিকদের কল্যানে কাজ করছে বলে জানান বক্তারা। বক্তারা বলেন, নাচোল উপজেলার ইমারত নির্মান শ্রমিকরা দেশের বিভিন্ন জেলায় কাজ করেন। বিভিন্ন সময় আর্থিকসহ বিভিন্ন ঘটনা নিয়ে শ্রমিকদের বিড়ম্বনায় পড়তে হয়। এসব ঘটনার সমাধান এবং শ্রমিক পরিবারের লোকজনের জীবন মানের উন্নয়ন ঘটানোর লক্ষ্যেই এই শ্রমিক ইউনিয়ন প্রতিষ্ঠা করা হয়েছে। শ্রমিক ইউনিয়নটিকে শক্তিশালী করার জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয় সংগঠনটির পক্ষ থেকে। উল্লেখ্য, নাচোল উপজেলায় প্রায় ৭ শতাধিক ইমারত নির্মান শ্রমিক রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০-০৭-১৫

,