মাদকের বিরুদ্ধে ওরা

“মাদকমুক্ত আলোকিত সমাজ গড়ার প্রত্যয়ে মাদককে না বলুন, সুস্থ থাকুন” এই শ্লোগানকে বুকে ধারণ করে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইউনিয়ন বিনোদপুরকে মাদক মুক্ত রাখতে একসাথে কাজ শুরু করেছে শতাধিক শিক্ষার্থী। বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের ২০০৯ সালের এসএসসি ব্যাচের শতাধিক শিক্ষার্থী এ কর্মসূচীতে অংশগ্রহণ করেছেন।
 বিনোদপুরকে মাদক মুক্ত রাখার প্রত্যয় নিয়ে বৃস্পতিবার সকালে স্কুল চত্বর থেকে মাদক বিরোধী একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে পূনরায় স্কুল চত্বরে শেষ হয়। এসময় বক্তব্য রাখেন- বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহবুল আলম,  বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিরুদ্দিন আহম্মেদ, শিক্ষক মোশাররফ হোসেন, মসিউইর রহমান, শিক্ষার্থী মো. কাদির আলী। বক্তারা বলেন, বিনোদপুর ইউনিয়নটি সীমান্তবর্তী হওয়ায় সেখানে হাত বাড়ালেই মাদক পাওয়া যায়। সেই মাদক সেবন করে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্চে। তাদেরকে মাদকের হাত থেকে রক্ষা করতে শিক্ষার্থীরা আজ থেকে এক হয়ে কাজ শুরু করা হলো। এ কাজে সবাইকে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১৬-০৭-১৫

,