চক ঝগড়–তে মিনি ফুটবল টুর্নামেন্টে আল্লাহ ভরসা দলের জয়

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বালিয়াডাঙ্গা ইউনিয়নের ১নং ইউনিয়নের চকঝগড়– স্কুল এন্ড কলেজ মাঠে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০১৫ এর রোববার খেলায় আল্লাহ ভরসা ফুটবল ১-০ গোলে আদিল সুপার স্টার ফুটবল দলকে পরাজিত করে। দলের পক্ষে একমাত্র গোলটি করে মোতালেব।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ২৬-০৭-১৫