ছত্রাজিতপুর স্কুলের শিক্ষক আব্দুল হামিদ মারা গেছেন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক আব্দুল হামিদ মারা গেছেন। রোববার বেলা ১১টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি হৃদরোগসহ নানান রোগে ভুগছিলেন।
বিকেল ৩টায় শিবগঞ্জ উপজেলার স্টেডিয়াম পাড়ায় প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে বিকেলে সাড়ে ৪টায় তার গ্রামের বাড়ি শিবগঞ্জের পারকালুপুরে দ্বিতীয় নামাজে জানাজা শেষে দাফন করা হবে।
আব্দুল হামিদ দীর্ঘ দিন ধরে ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করে আসছিলেন।


চাঁপাইনবাগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫-০৭-১৫

,