বেলেপুকুরে মিনি ক্রিকেট টুর্নামেন্টে এইট রাইডার্সের জয়
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের বেলেপুকুর তরুণ সংঘ আয়োজিত শাহনেয়ামতুল্লাহ কলেজ মাঠে এইট এ সাইড মিনি ক্রিকেট টুর্নামেন্ট ২০১৫ এর ২য় রাউন্ডের বুধবারের খেলায় জয় পেয়েছে বেলেপুকুর এইট রাইডার্স ক্রিকেট দল । তারা ৬ উইকেটে বেলেপুকুর ছোট ক্রিকেট দল কে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে বেলেপুকুর ছোট ক্রিকেট দল নির্ধারিত ১০ ওভারে ৭উইকেট হারিয়ে ৮৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে আপন ২৭, মুকিম ২৩ রান করে। বেলেপুকুর এইট রাইডার্স ক্রিকেট দলের বোলার তানভির ৩ ওভার ২১ রানে ৩টি, সামাদ ৩ ওভার ১৯ রানে ২টি উইকেট লাভ করে। ৮৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বেলেপুকুর এইট রাইডার্স ক্রিকেট দল ৮ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়। দলের পক্ষে তানজিদ ৪৪, সজিব ২৭ রান করে। বেলেপুকুর ছোট ক্রিকেট দল বোলার মুকিম ৩ ওভার ৩১ রানে ২টি উইকেট লাভ করে। এ খেলার ম্যান অফ দ্যা ম্যাচ তানজিদ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ০৮-০৭-১৫
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ০৮-০৭-১৫