কমলাকান্তপুরে ক্রিকেট টুর্নামেন্টে ফাইনালে পারলে ঠেকাও ক্রিকেট দল

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রাণীহাটি ইউনিয়নের কমলাকান্তপুর বিশ্বাসপাড়া মাঠে কতিপয় ক্রিকেট অনুরাগীর সহযোগিতায় গার্ডেন বিগ মিনি এইট-এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট- ২০১৫ এর মঙ্গলবারের ২য় সেমিফাইনালে  জয় পেয়েছে পারলে ঠেকাও ক্রিকেট দল । তারা ৪ উইকেটে বেয়ারাপাড়া ক্রিকেট দল কে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। প্রথমে ব্যাট করতে নেমে বেয়ারাপাড়া ক্রিকেট দল ১১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৩১ রান সংগ্রহ করে দলের পক্ষে নাজিম ৮, সুমন ৪ রান করে। পারলে ঠেকাও ক্রিকেট দলের বোলার করিম ২.৪ ওভার ৪ রান ৩টি, তাহের ৩ ওভার ১৩ রানে ২টি উইকেট লাভ করে। ৩২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পারলে ঠেকাও ক্রিকেট দল ১০ ওভারে ৪ উইকেটে জয়ের লক্ষে পৌছে যায়। দলের পক্ষে করিম ৮, আহাদ ৮ রান করে। বেয়ারাপাড়া ক্রিকেট দল এর বোলার  সেমাজুল  ৩ ওভার ৪ রানে ৩টি, সুমন ৩ ওভার ১০ রানে ১টি উইকেট লাভ করে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ২৮-০৭-১৫