এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে দোয়া ও ইফতার মাহ্ফিল
চাঁপাইনবাবগঞ্জের এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে দোয়া ও ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের এক প্রেসনোটে জানান হয়েছে, পবিত্র মাহে রমজান উপলক্ষে সোমবার এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর মিলনায়তনে দোয়া ও ইফতার মাহ্ফিলের আয়োজন করা হয়। ইফতার মাহ্ফিলের আগে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আব্দুল মান্নান আকন্দ আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান। পবিত্র সিয়াম সাধনার মাস মাহে রমজানের তাৎপর্য ও পবিত্রতা ব্যাখ্যা করে এ সময় উপাচার্য বলেন,ইসলাম ধর্ম হচ্ছে শান্তি ও সহনশীলতার প্রতীক। তিনি ইসলামের পবিত্রতা রক্ষার্থে সকলকে ঐক্যবদ্ধ হয়ে বিশ্বব্যাপী চলমান সহিংসতা ও সন্ত্রাস প্রতিরোধের আহ্বান জানান। দোয়া ও ইফতার মাহ্ফিলে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর কবীর (যুগ্ম-সচিব), পুলিশ সুপার বশীর আহমেদ পিপিএম, বালিগ্রাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৭-০৭-১৫
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৭-০৭-১৫