শিবগঞ্জে পৃথক দুটি অভিযানে অস্ত্র ও জাল টাকাসহ ৩ জন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক দুটি অভিযানে অস্ত্র ও জাল টাকাসহ ৩ জনকে আটক করেছে বিজিবি। ৯ ব্যাটালিয়ন বর্ডার গার্ড সোনামসজিদ বিওপি কোম্পানী কমান্ডার লুৎফর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে সোনামসজিদ গণকবর থেকে কালো পলিথিন ব্যাগে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশী পিস্তুল ও ২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র শিবগঞ্জ থানায় জমা দেয়া হয়েছে। অন্যদিকে শিবগঞ্জ পৌর এলাকা থেকে জাল টাকাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলো- শিবগঞ্জ পৌর এলাকার মোন্তাজ আলীর ছেলে আবদুর রশিদ ও একই এলাকার আবদুল খালেকের ছেলে আলমগীর আলী। শিবগঞ্জ থানার উপ পরিদর্শক হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর ২টার সময় পৌর এলাকার ভাঙ্গাব্রীজ এলাকা থেকে বাংলাদেশী ৫০ হাজার জাল টাকাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া উপ পরিদর্শক মাহ্ফুজ আলম আরো জানান, উপজেলার মোবারকপুর গ্রামের সেন্টু আলীর ছেলে সেলিম আলীকে নিজ বাড়ি থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। এব্যাপারে শিবগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-০৭-১৫

,