শেখ হাসিনা সেতু’র বুকে ‘বংশাল’ > গজিয়ে উঠেছে মাদকের আখড়া

গত ১৬ মে সদর উপজেলার সাহেবের ঘাটে মহানন্দা নদীর উপর নির্মিত এই সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরপরই এই সেতু উন্মুক্ত করে দেয়া হয় যানবাহন চলাচলের জন্য। মহানন্দা নদীর মনোরম প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার জন্য আুদ্বোধনের দিন থেকেই সেতু এলাকায় ভীর করছেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। বিশেষ করে এবারের ঈদের ছুটিতে এই সেতুতে মানুষের ঢল নামে। পরিবার পরিজন নিয়ে হাজারো মানুষের ভীরে সেতু এলাকার উভয় পাশে কয়েক কিলোমিটার সড়ক জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজটের। আর সেই সুযোগ কাজে লাগিয়ে এক শ্রেনীর বখাটে সেতু এলাকায় বেপরওয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। সেতু এলাকায় বেড়াতে আসা স্কুল-কলেজ পড়–য়া ছাত্রীসহ বিভিন্ন বয়সী নারীদের যৌন হয়রানী করছে তারা। এমনকি স্বামীর সঙ্গে বেড়াতে আসা স্ত্রী-কন্যারাও বখাটেদের হাত থেকে রক্ষা পাচ্ছেননা। এসব ঘটনার প্রতিবাদ করলে উল্টো প্রতিবাদকারীকেই লাঞ্চিত করছে বখাটেরা। ঈদের দিন সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাস্তার দুধারে ব্যাপক যানজটের কারনে বখাটেরা রাস্তার মধ্যে দাড়িয়ে উত্যক্তক করছে বখাটেরা। আবার কিছু কিছু বখাটে যুবককে মাতাল অবস্থায় উচ্চস্বরে হর্ণ বাজিয়ে মোটরসাইকেল চালাতে দেখা গেছে। এসময় তারা রাস্তায় দাড়িয়ে থাকা তরুনীদের ওড়না ধরেও টান মারে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। ঈদের পর দিন গত রোববার সেতুর উপর বখাটেরা নারীদের নাজেহাল করলে ইসলামপুর এলাকার এক কৃষক তাতে বাধা দেয়। এসময় বখাটেরা তাকে বেদম মারধর করে। খবর পেয়ে ইসলামপুর এলাকার লোকজন বখাটেদের ধাওয়া দিলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় ে সেতুতে বেড়াতে আসা নারী পুরুষরা আতংকে দিগ বিদিক ছুটাছুটি করতে থাকে। পরে সদর মডেল থানা পুলিশ ও র্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
ইসলামপুর, ঘাটিয়ালপাড়া, দক্ষিণ চরাগ্রাম এলাকার অধিবাসীরা অভিযোগ করেন, সেতুর দুইপাশে অহরহ নেশাজাতীয় সামগ্রী বিক্রি হচ্ছে। নিরিবিলি এলাকা হওয়ায় মাদকসেবীদের ভীর বাড়ছে সেতু এলাকায়।
এব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি খন্দকার গোলাম মোত্তর্জা জানান সেতু এলাকায় বখাটের উৎপাতের কথা তিনিও শুনেছেন। এর পর থেকে সেতু এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ মেহেদি হাসান, নিজস্ব প্রতিবেদক/ ২৩-০৭-১৫