ভলিবল লীগে ফাইনালে কানসাট ক্লাব

চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ভলিবল লীগ  ২০১৪-১৫ এর ২য় সেমিফাইনাল খেলায় কানসাট ক্লাব ২৫-১৪, ২৫-২১ পয়েন্টে খেলোয়াড় কল্যাণ সমিতিকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। মঙ্গলবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এতে নবারুণ সংঘ কানসাট ক্লাবের সঙ্গে প্রতিদ্বন্দিতা করবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করতে সম্মতিজ্ঞাপন করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বশির আহম্মেদ পিপিএম। খেলাটি বৈকাল ৪টায় অনুষ্ঠিত হবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ১৫-০৬-১৫