টাস্কফোর্স অভিযানে ১১ লক্ষ টাকার ১২ টি মহিষ আটক

চাঁপাইনবাবগঞ্জে যৌথ ও বিশেষ চোরাচালান বিরোধী টাস্কফোর্স অভিযানে রবিবার রাতে ১২ টি ভারতীয় মহিষ আটক করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আবু জাফর শেখ মো. বজলুল হক পিএসসি এর নেতৃত্বে উপ-অধিনায়ক মেজর  নাজমুল আলম এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুমন দে সহ চাঁপাইনবাবগঞ্জ শহর সংলগ্ন মহানন্দা ব্রীজ এর নিকটে একটি বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। উক্ত টাস্কফোর্স অভিযানের ভারত হতে অবৈধভাবে শুল্ক করাদি ফাঁকি দিয়ে আনা ১২ টি ভারতীয় মহিষ আটক করা হয়। যার আনুমানিক মূল্য ১০ লক্ষ ৮০ আশি হাজার টাকা। আটককৃত ১২ টি মহিষ সোমবার চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে। সোমবার ৯ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর নাজমুল আলম ঘটনাটি নিশ্চিত করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/২২-০৬-১৫