জেলা পরীবিক্ষন কমিটির সভায় বিদেশে আম রপ্তানীর উপর গুরুত্বারোপ

বিভিন্ন কেমিক্যালের মাধ্যমে ফল পাকানো বন্ধকরণে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরীবিক্ষন কমিটির সভা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর। উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কৃষিবিদ আব্দুল মান্নান, চাঁপাইনবাবগঞ্জ উদ্যানতত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ ম্যাংগো মার্চেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুল ইসলাম, পরীবিক্ষন কমিটির সদস্য চ্যানেল আই’র জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম রঞ্জু, ব্যবসায়ী আলহাজ্ব শামসুল হক, সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড. আজিজুর রহমান, ভোলাহাট উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ওয়াদুদ, বিজিবি ও পুলিশ প্রতিনিধিসহ জেলা পরীবিক্ষন কমিটির সদস্যগণ। সভায় চাঁপাইনবাবগঞ্জ জেলার আমে এবছর কোন কেমিক্যালের ব্যবহার হয়নি মর্মে নিশ্চিত করা হয়। এবছর চাঁপাইনবাবগঞ্জের আমে কোন প্রকার কেমিক্যাল ব্যবহার না হওয়ায় কোন আম ধ্বংস বা আম ব্যবসায়ীদের হয়রানীর শিকার হতে হয়নি। জেলা প্রশাসন, কৃষি বিভাগ, আম গবেষণা কেন্দ্র, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও আম চাষী এবং ব্যবসায়ীদের সতর্কতার ফলে ফরমালিন বা কেমিক্যালের ষড়যন্ত্রের হাত থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলার আমের সুনাম রক্ষা করা সম্ভব হয়েছে। একদল অসাধু চক্রের ষড়যন্ত্রের কারণে চাঁপাইনবাবগঞ্জ জেলার আমের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে অন্য জেলার আম দেশ ও বিদেশে সুনাম কুড়ানোর চেষ্টা চালিয়েছে। এসব ষড়যন্ত্র মোকাবেলা করে জেলার আম বিদেশে রপ্তানীর প্রক্রিয়া শুরু হয়েছে। আগামীতে দেশের মধ্যে থেকে অনেক অনেক বেশী আম বিদেশে রপ্তানী হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। জেলার আম বিদেশে রপ্তানীর জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের উপর গুরুত্বারোপ করা হয় জেলা পরীবিক্ষন কমিটির সভায়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-০৬-১৫