কানসাট রাজবাড়ি মাঠে আম বাজারের উদ্বোধন ঘোষণা

কেমিক্যাল মুক্ত আম বাজার জাত করণ ও আমে কেমিক্যাল ব্যবহার না করার লক্ষ্য নিয়ে   শুক্রবার বিকাল ৫টায় উপজেলার  ঐতিহাসিক রাজবাড়ি মাঠে  কানসাট  আম আড়ৎদার ব্যবসায়ী সমন্বয় কমিটির উদ্যোগে কানসাট আম বাজারের শুভ উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়।
 কানসাট আম আড়ৎদার ব্যবসায়ী সমন্বয় কমিটির সভাপতি আবু তালেবের সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান  অতিথির বক্তব্যে সংসদ সদস্য গোলাম রাব্বানী বলেন বর্তমান সরকারের আমলে   আমের   বৈধ  ব্যবসায়ী   ও  আড়ৎদারগণকে  কোন ধরণের হয়রানী করা হবে না। এমনকি যারা দূরদূরান্ত থেকে বিভিন্ন কারণে কানসাট আম বাজারে আসবেন তাদের যথেষ্ট নিরাপত্তা প্রদান করা হবে। তবে যদি কেউ আমে ফরমালিন বা  কোন ধরণের কেমিক্যাল ব্যাবহার করে বা করার চেষ্টা করে এবং কোন ভাবে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করে তবে  তাকে কোন ধরণের ছাড় না দিয়ে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।  সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  এ্যাডভোকেট আতাউর রহমান,  সাংগঠনিক সম্পাদক কাজী এমদাদ হোসেন,কানসাট  ইউপি চেয়ামম্যান বেনাউল ইসলাম প্রমুখ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ০৫-০৬-১৫

,