আ’লীগ নেতার বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কমপক্ষে ৬টি গাছ কাটার অভিযোগ উঠেছে স্থানীয় দু’ আওয়ামী লীগ নেতাসহ আরো একজনের বিরুদ্ধে। গত ১০ দিনে প্রশাসনকে না জানিয়ে বিশ্ববিদ্যালয়ের অক্ট্রয় মোড় থেকে মাজার গেট এলাকা পর্যন্ত এ গাছগুলো কেটে নেওয়া হয় বলে জানা যায় ।
এতে অভিযোগ উঠেছে রাজশাহীর ২৬ নম্বর ওয়ার্ড (পশ্চিম) আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের, ওয়ার্ডের সাধারণ সম্পাদক বাচ্চু ও কাজলা এলাকার বাসিন্দা রাব্বানির বিরুদ্ধে। জানা যায় নগরীতে রাব্বানির একটি ছ’মিল রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকল্প সূত্র ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) পূর্ব পার্শ্বের রাস্তাটি রাবির জমিতে অবস্থিত। সেই রাস্তায় বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু গাছ লাগানো রয়েছে। গত কয়েক দিনের ঝড়ে সেই গাছগুলোর মধ্যে বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারের পার্শ্বে হেলে পড়া চারটি গাছ রাব্বানির ছ’মিলে রয়েছে। কৃষি প্রকল্প থেকে ওই গাছগুলোর মূল্য ধরা হয়েছে প্রায় দেড় লাখ টাকা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কবর স্থানের নিকটে একটি গাছ কেটে নিয়েছে ২৬ নম্বর ওয়ার্ড (পশ্চিম) আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের ও সাধারণ সম্পাদক বাচ্চু। বুধবার হেলে পড়া ইউক্যালিপটাস গাছটি কাটার খবর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানার পর তারা গাছ কাটা বন্ধ করেন। তবে ওই গাছের অর্ধাংশ এরই মধ্যে তারা সরিয়ে ফেলেছে। পরে বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকল্প গাছটি নিয়ে আসার উদ্যোগ নেয়।
বিষয়টি অস্বীকার করে নগরীর ২৬ নম্বর ওয়ার্ড (পশ্চিম) আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের বলেন, আমরা অবৈধভাবে কোনো গাছ কাটিনি। আমার ওয়ার্ডের সাধারণ সম্পাদক বাচ্চু একটি ইউক্যালিপ্টাস গাছ সিটি করপোরেশনের কাছ থেকে কিনে নেয়। কিনে নেওয়া গাছটি বুধবার কাটতে গেলে বিশ্ববিদ্যালয় থেকে বাধা দেওয়া হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকল্পের সেকশন অফিসার মো. সাজ্জাদ হোসেন বলেন, রুয়েটের পূর্ব পার্শ্বের রাস্তায় রাবির জমিতে তিনটি গাছ গত প্রায় ১০দিন আগে স্থানীয়রা কেটে নিয়েছে। গাছগুলোর মূল্য ধরা হয়েছে প্রায় দেড় লাখ টাকা। এ বিষয়ে আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যকে একটি ফাইল দেওয়া হবে বলে জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান বলেন, গাছ কাটার বিষয়গুলো কৃষি প্রকল্প থেকে আমাকে জানানো হয়েছে। কৃষি প্রকল্পের ফাইলটি পাওয়ার পর এ বিষয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিদেক, রাবি/ ০৪-০৬-১৫
এতে অভিযোগ উঠেছে রাজশাহীর ২৬ নম্বর ওয়ার্ড (পশ্চিম) আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের, ওয়ার্ডের সাধারণ সম্পাদক বাচ্চু ও কাজলা এলাকার বাসিন্দা রাব্বানির বিরুদ্ধে। জানা যায় নগরীতে রাব্বানির একটি ছ’মিল রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকল্প সূত্র ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) পূর্ব পার্শ্বের রাস্তাটি রাবির জমিতে অবস্থিত। সেই রাস্তায় বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু গাছ লাগানো রয়েছে। গত কয়েক দিনের ঝড়ে সেই গাছগুলোর মধ্যে বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারের পার্শ্বে হেলে পড়া চারটি গাছ রাব্বানির ছ’মিলে রয়েছে। কৃষি প্রকল্প থেকে ওই গাছগুলোর মূল্য ধরা হয়েছে প্রায় দেড় লাখ টাকা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কবর স্থানের নিকটে একটি গাছ কেটে নিয়েছে ২৬ নম্বর ওয়ার্ড (পশ্চিম) আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের ও সাধারণ সম্পাদক বাচ্চু। বুধবার হেলে পড়া ইউক্যালিপটাস গাছটি কাটার খবর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানার পর তারা গাছ কাটা বন্ধ করেন। তবে ওই গাছের অর্ধাংশ এরই মধ্যে তারা সরিয়ে ফেলেছে। পরে বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকল্প গাছটি নিয়ে আসার উদ্যোগ নেয়।
বিষয়টি অস্বীকার করে নগরীর ২৬ নম্বর ওয়ার্ড (পশ্চিম) আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের বলেন, আমরা অবৈধভাবে কোনো গাছ কাটিনি। আমার ওয়ার্ডের সাধারণ সম্পাদক বাচ্চু একটি ইউক্যালিপ্টাস গাছ সিটি করপোরেশনের কাছ থেকে কিনে নেয়। কিনে নেওয়া গাছটি বুধবার কাটতে গেলে বিশ্ববিদ্যালয় থেকে বাধা দেওয়া হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকল্পের সেকশন অফিসার মো. সাজ্জাদ হোসেন বলেন, রুয়েটের পূর্ব পার্শ্বের রাস্তায় রাবির জমিতে তিনটি গাছ গত প্রায় ১০দিন আগে স্থানীয়রা কেটে নিয়েছে। গাছগুলোর মূল্য ধরা হয়েছে প্রায় দেড় লাখ টাকা। এ বিষয়ে আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যকে একটি ফাইল দেওয়া হবে বলে জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান বলেন, গাছ কাটার বিষয়গুলো কৃষি প্রকল্প থেকে আমাকে জানানো হয়েছে। কৃষি প্রকল্পের ফাইলটি পাওয়ার পর এ বিষয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিদেক, রাবি/ ০৪-০৬-১৫