শহীদ সাটু হলে অনুষ্ঠিত হল সাংস্কৃতিক উৎসব

শিশুদের মধ্যে লুকিয়ে থাকা সম্ভাবনার দ্বার উন্মোচন ও তাদের  সুকুমারবৃত্তির চর্চাকে এগিয়ে নিতে চাঁপাইনবাবগঞ্জে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহীদ সাটু হলে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী  চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে  সাংস্কৃতিক উৎসবের শুভ উদ্বোধন করেন অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মাকসুদা বেগম সিদ্দিকা। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল আলমের  সভাপতিত্বে সাংস্কৃতিক উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, অবসরপ্রাপ্ত শিক্ষক মুক্তিযোদ্ধা মোঃ ইব্রাহিম, রবীন্দ্র সংগীত শিল্পী অধ্যাপক সিরাজুল ইসলাম, মুক্তমহাদলের সম্পাদক মোসফিকুর রহমান প্রমুখ।
সাংস্কৃতিক উৎসবে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়, এম.এম.হক আইডিয়াল স্কুল, শিবগঞ্জ উপজেলার ত্রি-মুখী সাংস্কৃতিক গোষ্ঠী, নাচোল উপজেলার জবাবদিহি সাংস্কৃতিক গোষ্ঠী নাটক, লালনগীতি, রবীন্দ্র ও নজরুল সংগীত, নৃত্য, অভিনয়, আধুনিক গান পরিবেশন করে।
অনুষ্ঠানে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষা, সাহিত্য সংস্কৃতি দেশের অন্যান্য জেলা হতে অনেক এগিয়ে সাংস্কৃতিক ভাব বিনিময় করার নিমিত্তে এ অনুষ্ঠানের আয়োজন করে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭-০৬-১৫

,