একটি বাড়ি একটি খামার প্রকল্পের সাথে যুক্ত হচ্ছে রেশম চাষ


রেশমকে উজ্জীবিত করতে সরকারের প্রধান মন্ত্রীর নির্দেশে একটি বাড়ি একটি খামার প্রকল্পের সাথে রেশম চাষ সম্পৃক্তকরণে শনিবার ভোলাহাটে প্রচারমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ রেশম বোর্ড রাজশাহীর মহাপরিচালক আনিস-উল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিতু অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ -২ সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসকের প্রতিনিধি এডিএম আমিনুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম,বাংলাদেশ আলীগ ভোলাহাট শাখার সভাপতি প্রকৌশলি আমিনুল হক, সাধারণ সম্পাদ ডা: আশরাফুল হক চুনু, বাংলাদেশ রেশম বোর্ড পরিচালনা পর্ষদের সদস্য ইয়াসিন আলী শাহ, রওশনারা, বিআরডিবি চেয়ারম্যান আব্দুল খালেক। প্রথমে স্বাগত বক্তব্য রাখেন, জেলা রেশম বোর্ড সম্প্রসারণ কার্যালয় ভোলাহাট উপপরিচালক মাহ্বুব উল-হক। পরে অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন, একটি বাড়ি একটি খামার উপজেলা কো-অডিনেটর মতিউর রহমান, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সদস্য সুমিরুদ্দীন, সিবিএ সভাপতি আবু হোসেনসহ অন্যরা। ভোলাহাট রেশম বোর্ড আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা প্রধানমন্ত্রীর উদ্যোগকে ধন্যবাদ জানান এবং ভোলাহাটে রেশমের র্দূদিন কাটিয়ে উঠতে একটি বাড়ি একটি খামার প্রকল্পের সাথে রেশম চাষ সম্পৃক্তকরে রেশমের র্দূদিন সুদিন ফিরিয়ে আনার উদ্যোগ সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পরে গিলাবাড়ি বিজিবি ক্যাম্প সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডে চলমান কাজ সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস পরিদর্শন করেন। এ সময় উপজেলার বিভিন্ন স্তরের সুধীগণ উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ১৩-০৬-১৫

,