কালিনগর স্কুলে প্রাইম ব্যাংকের বৃক্ষরোপন

পরিবেশ দিবস উপলক্ষে প্রাইম ব্যাংক লিমিটেডের  সারাদেশ ব্যাপী বৃক্ষরোপন কর্মর্সচীর আওতায় রোববার চাঁপাইনবাবগঞ্জ শাখার আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে।
সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কালিনগর উচ্চ বিদ্যালয়ে চাঁপাইনবাবগঞ্জ শাখার ব্যবস্থাপক আব্দুল হালিমের নেতৃত্বে বৃক্ষরোপন কর্মসূচীতে উপস্থিত ছিলেন,সুন্দরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাদরুজ্জামান, কালিনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, প্রাইম ব্যাংকের সিনিয়র অফিসার আইজ্যাক নিউটন, মেহেদি হাসানসহ এলাকার সূধীজন উপস্থিত ছিলেন।
কালিনগর উচ্চ বিদ্যালয়ে কৃষ্ণচুড়া,নিমগাছ, বকুল ফুল গাছসহ বিভিন্ন গাছের চারা রোপন করা হয়। এছাড়া আগামীতে বিভিন্ন স্কুল-কলেজে প্রাইম ব্যাংকের সৌজন্যে বৃক্ষরোপন করা হবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৭-০৬-১৫