কলোনী নির্মাণের মাধ্যমে পুর্ণবাসনের দাবিতে রেল বস্তিবাসীর মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় বসবাসকারী ভুমিহীন দরিদ্র বস্তিবাসীদের কলোনী নির্মানের মাধ্যমে পুর্ণবাসনের দাবিতে বুধবার মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচী পালিত হয়েছে। সকাল সাড়ে দশটায় চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রেলওয়ে বস্তিবাসী ব্যানারে ঘন্টাব্যাপি এই মানববন্ধন কর্মসুচি পালিত। এতে চাঁপাইনবাবগঞ্জ স্টেশন এলাকার অর্ধসহ¯্র বস্তিবাসী নারী-পুরুষ ও শিশুরা  অংশ নেয়। মানববন্ধন সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, জেলা জাসদের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, জেলা কৃষকলীগের আহব্বায়ক মুশফিকুর রহমান, বস্তি উন্নয়ন কমিটির আহবায়ক তোফাজ্জুল হোসেন, মনিরা বেগম, লাকি আখতার, জমসেদ আলী, মিনা বেগম, পাতানু হোসেন, মতি মোড়লসহ অনান্যরা।
বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন ও রেলওয়ের উন্নয়নের নামে রেলওযে কর্তৃপক্ষ বস্তি উচ্ছেদের যে পরিকল্পনা গ্রহণ করেছে তাতে দীর্ঘ পয়ত্রিশ বছর যাবৎ বসবাসকারী হাজারো দরিদ্র কৃষক ও শ্রমিক শ্রেনীর মানুষ গৃহহারা হবে,পথে বসবে। পাশাপাশি বস্তি উন্নয়নের জন্য দেশী-বিদেশী বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংগঠনের প্রকল্পগুলিও মুখ থুবড়ে পড়বে। বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর ভুমিহীনদের পূনর্বাসনের ঘোষনার আলোকে কলোনী স্থাপনের মাধ্যমে ভুমিহীন বস্তিবাসীদের পুর্ণবাসনের দাবি জানান। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ ব্যাপারে স্মারকলিপি প্রদান করা হয়। উল্লেখ্য, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন এলাকার বস্তিসহ সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের নোটিশ দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭-০৬-১৫