অবসরপ্রাপ্ত কর্মকর্তারা পাশে দাড়ালেন এক শ’ প্রতিবন্ধির
সমাজ সেবা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত কর্মকর্তার সহায়তার হাত বাড়িয়ে দিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার এক শ’ প্রতিবন্ধির মাঝে হুইল চেয়ার বিতরণ করেছে। সরকারি কর্মজীবন শেষে বৃহত্তর রাজশাহী অঞ্চলের সমাজ সেবা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সংগঠন প্রফেশনাল সোসাল ওয়ার্ক ফাউন্ডেশন রোববার আনুষ্ঠানিকভাবে এক শ’ প্রতিবন্ধির হাতে তুলে দিয়েছেন উন্নতমানের হুইল চেয়ার।
সদর উপজেলা পরিষদ মিলনায়তনে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল আমীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা দিল হাছিন, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক রবিউল ইসলাম, প্রফেশনাল সোসাল ওয়ার্ক ফাউন্ডেশন রাজশাহী’র সভাপতি মোজাম্মেল হক।
আয়োজকরা জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিবন্ধি উন্নয়ন ফাউন্ডেশন ও জেলা সমাজ সেবা অধিদপ্তরের সহযোগিতায় প্রফেশনাল সোসাল ওয়ার্ক ফাউন্ডেশন ্আমেরিকার ফ্রি হুইল চেয়ার মিশন থেকে হুইল চেয়ারগুলো সংগ্রহ করা হয়। পরে বিভিন্ন শ্রেণী পেশার সহযোগিতায় তা ছড়িয়ে দেয়া হয় প্রতিবন্ধিদের মাঝে।
সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক রবিউল ইসলাম বলেন, ‘ এটি একটি প্রসংশনীয় উদ্যোগ। সরকারি কর্মজীবন শেষেও তারা অসহায় মানুষের জন্য কাজ করছেন। আমরা যারা বর্তমানে দায়িত্ব পালন করছি। আমাদের কাছে তাদের কর্মকান্ড অনুকরনীয় হওয়া উচিত’। তিনি বলেন, কর্মসুচি বাস্তবায়নে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষও সহযোগিতা করছেন। হুইল চেয়ারগুলো চট্টগ্রাম থেকে চাঁপাইনবাবগঞ্জে নিয়ে আসতে যে পরিবহন খরচ হয়েছে তার ব্যক্তিগতভাবে প্রদান করেছেন চাঁপাইনবাবগঞ্জ প্রতিবন্ধি উন্নয়ন কমিটি’র আহবায়ক রুহুল আমীন’।
আয়োজক সংস্থা জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার পর এবার শিবগঞ্জ ও নাচোল উপজেলার আরো এক শ’ প্রতিবন্ধির মাঝে হুইল চেয়ার বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-০৬-১৫
সদর উপজেলা পরিষদ মিলনায়তনে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল আমীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা দিল হাছিন, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক রবিউল ইসলাম, প্রফেশনাল সোসাল ওয়ার্ক ফাউন্ডেশন রাজশাহী’র সভাপতি মোজাম্মেল হক।
আয়োজকরা জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিবন্ধি উন্নয়ন ফাউন্ডেশন ও জেলা সমাজ সেবা অধিদপ্তরের সহযোগিতায় প্রফেশনাল সোসাল ওয়ার্ক ফাউন্ডেশন ্আমেরিকার ফ্রি হুইল চেয়ার মিশন থেকে হুইল চেয়ারগুলো সংগ্রহ করা হয়। পরে বিভিন্ন শ্রেণী পেশার সহযোগিতায় তা ছড়িয়ে দেয়া হয় প্রতিবন্ধিদের মাঝে।
সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক রবিউল ইসলাম বলেন, ‘ এটি একটি প্রসংশনীয় উদ্যোগ। সরকারি কর্মজীবন শেষেও তারা অসহায় মানুষের জন্য কাজ করছেন। আমরা যারা বর্তমানে দায়িত্ব পালন করছি। আমাদের কাছে তাদের কর্মকান্ড অনুকরনীয় হওয়া উচিত’। তিনি বলেন, কর্মসুচি বাস্তবায়নে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষও সহযোগিতা করছেন। হুইল চেয়ারগুলো চট্টগ্রাম থেকে চাঁপাইনবাবগঞ্জে নিয়ে আসতে যে পরিবহন খরচ হয়েছে তার ব্যক্তিগতভাবে প্রদান করেছেন চাঁপাইনবাবগঞ্জ প্রতিবন্ধি উন্নয়ন কমিটি’র আহবায়ক রুহুল আমীন’।
আয়োজক সংস্থা জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার পর এবার শিবগঞ্জ ও নাচোল উপজেলার আরো এক শ’ প্রতিবন্ধির মাঝে হুইল চেয়ার বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-০৬-১৫