সায়েমা খাতুন হলেন শিবগঞ্জ উপজেলার পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেলেন মহিলা ভাইস-চেয়ারম্যান সায়েমা খাতুন।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোসাঃ সায়েমা বেগম জানান, গত ২ জুন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব স্বাক্ষরিত একটি চিঠি ফ্যাক্স যোগে  বৃস্পতিবার সকালে পৌছেছে। সে চিঠি মোতাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ সায়েমা বেগমকে ভারপ্রাপ্ত  চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৩০ শে এপ্রিল উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক কেরামত আলীকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে সাময়িক বরখাস্ত করে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ০৪-০৬-১৫

,