তামাকজাত নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জে বুধবার ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন বাস্তবায়নে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় উপজেলা টাস্কফোর্স কমিটি গুলো সচল করার তাগিদ দেয়া হয়েছে। সেই সাথে আরো বেশি করে ধুমপান বিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালনার উপরেও গুরুত্বারোপ করা হয়।
সকালে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সিভিল সার্জন অফিসের সহযোগিতায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল এই কর্মশালার আয়োজন করে। জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীরের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব হাফিজুর রহমান চৌধুরী। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার বশির আহমেদ পিপিএম, সিভিল সার্জন ডা. আলাউদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম।
মূল প্রবন্ধে ধুমপান তথা তামাকজাত দ্রব্য ব্যবহারের কুফল গুলো তুলে ধরা হয়। বলা হয় তামাক ব্যবহারের প্রতক্ষ ফল হিসেবে বাংলাদেশে প্রতিবছর ৩০ বছরের ঊর্ধ্বের ৫৭ হাজার মানুষ মৃত্যুবরণ করেন এবং ৩ লাখ ৮২ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেন। বাংলাদেশে তামাক ব্যবহারের ব্যাপকতা সম্পর্কে বলায় শতকরা ৪৩ ভাগ মানুষ কোন কোনভাবে তামাক ব্যবহার করছেন, ৪৪ ভাগের উপর মানুষ ধুমপান করেন। এর মধ্যে দেড় ভাগ মহিলা রয়েছে। নিজেদের ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার থেকে বিরত থাকার পাশাপাশি অন্যকেও বিরত থাকার আহবান জানানো হয়। কর্মশালায় সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪-০৬-১৫