রাস্তা নির্মাণের জ্বলন্ত পিচে ঝলসে গেল বৃদ্ধসহ তিন শিশুর মুখ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মাদাপুরে রাস্তা নির্মাণের জ্বলন্ত পিচে ঝলস গেছে এক বৃদ্ধসহ তিন শিশুর শরীর। এদের মুখমন্ডলের বড় অংশ ঝলসে গেছে। তপ্ত পিচে আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, সড়ক ও জনপথ বিভাগের তত্ববধানে বংপুর থেকে রাধানগর সড়ক নির্মাণের কাজ চলছে। বৃহস্পতিবার দুপুরে সড়ক নির্মাণ কাজ চলাকালে মাদাপুর নামক স্থানেপাথর বোঝাই একটি ট্রাক আগুনে গলিত পিচের ড্রামে ধাক্কা দেয়। এসময় জ্বলন্ত পিছ ছিটকে পড়ে। এতে পাশে থাকা মাদাপুর গ্রামের আলতাফ (৬৫), একই গ্রামের ওবায়দুরের মেয়ে রুমা (৭), আনারুলের ২ মেয়ে মারুফা (৯) ও আমেনা (৫) পুড়ে আহত হয়। প্রথমে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কত্যব্যরত চিকিৎসকরা তাদের অবস্থা অবনতিতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১-০৬-১৫
স্থানীয়রা জানায়, সড়ক ও জনপথ বিভাগের তত্ববধানে বংপুর থেকে রাধানগর সড়ক নির্মাণের কাজ চলছে। বৃহস্পতিবার দুপুরে সড়ক নির্মাণ কাজ চলাকালে মাদাপুর নামক স্থানেপাথর বোঝাই একটি ট্রাক আগুনে গলিত পিচের ড্রামে ধাক্কা দেয়। এসময় জ্বলন্ত পিছ ছিটকে পড়ে। এতে পাশে থাকা মাদাপুর গ্রামের আলতাফ (৬৫), একই গ্রামের ওবায়দুরের মেয়ে রুমা (৭), আনারুলের ২ মেয়ে মারুফা (৯) ও আমেনা (৫) পুড়ে আহত হয়। প্রথমে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কত্যব্যরত চিকিৎসকরা তাদের অবস্থা অবনতিতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১-০৬-১৫