শিবগঞ্জে ফেনসিডিলসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকা থেকে ১৩০ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করে পুলিশ।গ্রেপ্তারকৃত ব্যক্তি হলো উপজেলার বিনোদপুর ইউনিয়নের এরাদত বিশ্বাসটোলা গ্রামের জেম আলীর ছেলে মিলন (২৫)। তবে এঘটনায় একই এলাকার মুকুলের ছেলে আজিম (২২) পলাতক।
শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক গাজী মোয়াজ্জেম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার কানসাট ইউনিয়নের মটর শ্রমিক ইউনিয়নের সামনে থেকে আমের ক্যারেটের মধ্যে ১৩০ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করা হয়। এব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২৩-০৬-১৫

,