চাঁপাইনবাবগঞ্জ ফুটবলের প্রিয় মানুষ পুটু এখনও শয্যাশায়ী > উন্নত চিকিৎসার প্রয়োজন

যাঁর স্কুল জীবন থেকে খেলা শুরু । যাঁর শয়নে-স্বপনে কেটেছে শুধূ খেলা আর খেলা। খেলা ছাড়া কিছুই বুঝতেন না তিনি। চাঁপাইনবাবগঞ্জ জেলার ক্রীড়াঙ্গনে অত্যন্ত সুনামের সাথে খেলে এসেছেন। এমনকি জেলা বাইরে অত্যন্ত সুনামের সাথে ফুটবল খেলে জেলার ভাবমূর্তি উজ্জ্বল করেছিলেন। তিনি হচ্ছেন সেলিম শুকরানা পুটু। সবার কাছে ‘পুটু’ নামে সমধিক পরিচিত। খেলোয়াড় জীবন শেষ করে এই বিশিষ্ট ক্রীড়াবিদ ক্রীড়া জগতের সাথে সম্পৃক্ত হয়ে ২টি ক্লাব প্রতিষ্ঠা করেন এবং উঠতি বয়সের কিশোর ও যুবকদের সংগঠিত করে  ভাল খেলোয়াড় তৈরীতে মনোনিবেশ করতে শুরু করেন। যাঁর ছোঁয়ায় অনেক খেলোয়াড় আজ দেশে প্রতিষ্ঠিত। পরবর্তীতে ২০১০ সাল থেকে পরপর ২বার তিনি জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হন। তিনি এখন মাঠ থেকে অনেক দূরে। কিন্তু তাঁর জীবনের ছন্দপতন ঘটে গেল ২০১৫ সালের ২৭ জানুয়ারী এক সড়ক দুর্ঘটনার মধ্যদিয়ে দীর্ঘ ২২দিন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে তাঁকে বাড়ীতে থেরাপিসহ বিভিন্ন চিকিৎসা দেয়া হলেও তিনি এখনো পুরোপুরি সুস্থ নন। চিকিৎসকরা জানিয়েছেন তাঁর দ্রুত সুস্থতার জন্য ঢাকা বা বিদেশে আরো উন্নত চিকিৎসার নেয়া প্রয়োজন। এ খেলা পাগল মানুষটি শুয়ে থেকে এখনো মাঠের খবর নেন। তাঁর খোঁজ রাখেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর, সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তোফাসহ ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ ও ক্রীড়ানুরাগীরা। উন্নত চিকিৎসার জন্য তাঁর আর্থিক সহায়তা প্রয়োজন রয়েছে বলে পরিবার সুত্রে জানা গেছে ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ২২-০৫-১৫

,