দেড়লক্ষ জাল রুপীসহ এক ব্যক্তি আটক

চাঁপাইনবাবগঞ্জস্থ ৯’বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে আসামীসহ ভারতীয় জাল রুপি ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ব্যাটালিযনের অপারেশন অফিসার মেজর মিন্নাত আলী আজ শুক্রবার দুপুরে এক প্রেসনোটে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাতে জেলার শিবগঞ্জ উপজেলার সীমান্তে ব্যাটালিয়নের তেলকুপি সীমান্তফাঁড়ির একটি বিশেষ টহল হাবিলদার মো. তোতা মিয়ার নেতৃত্বে বটতলাঘাট এলাকায় ফাঁদ পেতে বসে থাকে। এসময় দুইব্যক্তি মোটরসাইকেলযোগে টহলদলের নিকটবর্তী হলে টহলদল  তাদের চ্যালেঞ্জ করে। এ সময় তারা মটরসাইকেল নিয়ে নদীতে পড়ে গেলে টহলদল উপজেলারই মোল্লাটোলা আজমতপুর-হুদমাপাড়ার মো. দিরাজ আলীর পুত্র মো. হাবিবুর রহমানকে (৩৫) আটক করতে সক্ষম হয়। পরে টহল দল ঐ ব্যক্তিকে তল্লাশী করে ১ লক্ষ ৫০ হাজার জাল ভারতীয় রুপি আটক করে। আটককৃত জাল ভারতীয় রুপি ও মোটরসাইকেলের মূল্য ২ লক্ষ ৮০ হাজার টাকা যা আসামীসহ আজ শুক্রবার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

চাঁপাইনবাবঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫-০৫-১৫