ভারতীয় রূপী ও সীমকার্ডসহ কিশোর আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিজিবি সদস্য ভারতীয় রূপী ও সিমকার্ডসহ মিলন নামে এক বাংলাাদেশী কিশোরকে আটক করেছে।
৯’বিজিবি ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর মিন্নাত আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল নয়টার দিকে ব্যাটালিয়নের ওয়াহেদপুর সীমান্তফাঁড়ির একটি বিশেষ টহল দল হাবিলদার মকবুল হোসেনের নেতৃত্বে জেলার শিবগঞ্জ উপজেলার বিশরশিয়া এলাকার মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৩/২ এস এর নিকট অভিযান চালায়। এসময় শিবগঞ্জের নামোজগন্নাথপুর দোভাগী-ফিল্ডের হাট  এলাকার আব্দুস সালামের ছেলে মো. মিলনকে (২০) অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময়  আটক করে। এসময় তার দেহ তল্লাসী করে ভারতীয় রুপী ও সীমকার্ড পাওয়া যায়। উদ্ধারকৃত  ভারতীয় ১১৯০ রুপী, মোবাইল ফোন, সীমকার্ডগুলিসহ আটক যুবককে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২৫-০৫-১৫

,