শিবগঞ্জে আটক জামায়াত শিবিরের ১৫ নেতাকে রিমান্ডে নিতে পুলিশের আবেদন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ইসলামী একাডেমি এলাকায় শুক্রবার বিকেলে আটক শিবগঞ্জ উপজেলা জামায়াতের আমীর ইউনুস আলীসহ আটক ১৫ শীর্ষ নেতাকে রিমান্ডে নিতে পুলিশ আদালতের কাছে আবেদন করেছে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ময়নুল ইসলাম জানান, শনিবার সকালে তাদের আদালতে সোপার্দ করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত রিমান্ড আবেদনটি শুনানীর জন্য বিবেচনায় নিয়ে আসামীদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়।
উল্লেখ্য, শুক্রবার বিকেলে শিবগঞ্জ বাজারের ইসলামী একাডেমি এলাকায় গোপন বৈঠক করার সময় পুলিশের একটি দল অভিযান চালিয়ে জামায়াত শিবিরের ১৫ নেতাকে আটক করে। এর মধ্যে ৬ জন শিবির নেতা রয়েছে।
পুলিশ জানায় অভিযানকালে জামায়াত শিবির নেতাদের কাছ থেকে ১০ টি ককটেল, ৮ টি পেট্রোল বোমা, ৫ শ গ্রাম গান পাউডারসহ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ০২-০৫-১৫
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ময়নুল ইসলাম জানান, শনিবার সকালে তাদের আদালতে সোপার্দ করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত রিমান্ড আবেদনটি শুনানীর জন্য বিবেচনায় নিয়ে আসামীদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়।
উল্লেখ্য, শুক্রবার বিকেলে শিবগঞ্জ বাজারের ইসলামী একাডেমি এলাকায় গোপন বৈঠক করার সময় পুলিশের একটি দল অভিযান চালিয়ে জামায়াত শিবিরের ১৫ নেতাকে আটক করে। এর মধ্যে ৬ জন শিবির নেতা রয়েছে।
পুলিশ জানায় অভিযানকালে জামায়াত শিবির নেতাদের কাছ থেকে ১০ টি ককটেল, ৮ টি পেট্রোল বোমা, ৫ শ গ্রাম গান পাউডারসহ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ০২-০৫-১৫