কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য শুরু হল জমি কেনা

চাঁপাইনবাবগঞ্জে যাত্রা শুরু করা এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য শুরু হয়েছে জমি কেনা। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা আতাহার সড়কের জামতলা এলাকায় ১২ শ বিঘা জমির উপর পুর্ণাঙ্গ ক্যাম্পাস নির্মানের পরিকল্পনার অংশ হিসেবে মঙ্গলবার প্রথম পর্যায়ের জমি রেজিস্ট্রি কাজের উদ্বোধন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, উদ্বোধনী দিনে জামতলা এলাকার প্রায় দেড় শ বিঘা জমি রেজিস্ট্রি কার্যক্রম সম্পন্ন করা হয়। শহরের বড় ইন্দারাস্থ কৃষি বিশ্ববিদল্যায়ের সম্মেলন কক্ষে রেজিস্ট্রি কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্বাবিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুল মান্নান আকন্দ। এ সময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালুগ্রাম আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, এক্সিম ব্যাংক লিমিটেড, চাঁপাইনবাবগঞ্জ শাখার ব্যবস্থাপক বেলায়েত হোসেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫-০৫-১৫