সরকারি কলেজে অনুষ্ঠিত হল ২টি কাব্যগন্থের প্রকাশনা উৎসব

চাঁপাইনবাবগঞ্জে “শেষ চিঠি” ও “ঘেরা টোপের ভেতর বাহির” ২টি কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব হয়েছে। শুক্রবার বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষক মিলনায়তনে প্রকাশনা উৎসবে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাকসুদা বেগম সিদ্দিকা। জাতীয় সাহিত্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে চাঁপাইনবাবগঞ্জের তরুণ কবি অনু আলেয়া’র কাব্যগ্রন্থ প্রকাশনা উৎসবে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম, কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সাইদুর রহমানসহ অন্যরা। উৎসবে সভাপতিত্ব করেন জাতীয় সাহিত্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মোহিত কুমার দাঁ। এসময় লেখক গোলাম রাব্বানী তোতা, মুক্তিযোদ্ধা ও প্রবীন সাংবাদিক তসলিমউদ্দিনসহ স্থানীয় কবি-সাহিত্যিকগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২-০৫-১৫