দ্রোহ, প্রেম ও সাম্যের পুরোধা পুরুষ নজরুল জন্ম জয়ন্তিতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

গভীর শ্রদ্ধা ও ভালবাসায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্ম বার্ষিকী উদযাপন করছে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।  দিনব্যাপী নানা কর্মসূচীতে দিবসটি পালিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র এবং কর্মকর্তা-কর্মচারিসহ সকলের অংশগ্রহণে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা, গান, দলীয় নৃত্যসহ নানা অনুষ্ঠানের মাধ্যমে নজরুল জয়ন্তী পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর কবীর, জেলা প্রশাসক, চাঁপাইনবাবগঞ্জ। তিনি বলেন, কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হলেও তিনি ছিলেন একাধারে কবি, সংগীতঙ্গ, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক ও অভিনেতা। তাঁর কবিতা, গান ও সাহিত্যকর্ম বাংলা সাহিত্যে নবজাগরণ সৃষ্টি করেছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ কে এম বেলায়েত হোসেন, ম্যানেজার, এক্সিম ব্যাংক লিমিটেড, চাঁপাইনবাবগঞ্জ। অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ড. মোসাঃ আলতাফ-উন-নাহার।
সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. আব্দুল মান্নান আকন্দ বলেন, নজরুল ছিলেন মানবতার কবি।  বাংলা সাহিত্যে দ্রোহ, প্রেম ও সাম্যের পুরোধা পুরুষ নজরুল ইসলামের আবির্ভাব একেবারেই ধুমকেতুর মত। রবীন্দ্র পরবর্তী সাহিত্যাকাশকে উজ্জ্বল করে হঠাৎ করে একদিন তিনি বাংলা সাহিত্যে আবির্ভূত হয়ে সৃষ্টি করলেন অনন্য সাহিত্য সম্ভার যা নিয়ে এখনও গবেষণা হচ্ছে। তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার পথিকৃৎ লেখক। তাঁর লেখনি জাতীয় জীবনে অসাম্প্রদায়িক চেতনা বিকাশে ব্যাপক ভূমিকা পালন করছে। তিনি সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
এদিকে, নজরুল জয়ন্তি উপলক্ষে শহীদ সাটু হলে জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমীর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. নুরুল হোসেন চৌধুরী। চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকারে বিভাগের উপ-পরিচালক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের অবঃ উপ-পরিচালক মার্জিনা হক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক মুহম্মদ আলমগীর স্বপন, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মাসিদুর রহমান। পরে রবীন্দ্র ও নজরুল সংগীত এবং চিত্রাংকন প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাকসুদা বেগম সিদ্দিকা, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নজরুল ইসলাম, অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, শহর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. মিজানুর রহমান, এ্যাড. সাইফুল ইসলাম রেজা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল আলম, পৌরসভার শিক্ষা ও সংস্কৃতি কর্মকর্তা এনামুল হক তুফান, শিল্পকলা একাডেমীর যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন লালু ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের কবি নজরুল ইসলামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুল সংগীত পরিবশেন করেন স্থানীয় শিল্পীরা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫-০৫-১৫