আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে দেবত্তর সম্পত্তি দখলের অভিযোগে হিন্দু সম্প্রদায়ের সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বঙ্কবিহারী মন্দির ও সম্পত্তি ভূমি দস্যুদের আগ্রাসন থেকে রক্ষার দাবিতে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করেছে জেলা পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদ।
চাঁপাইনবাবগঞ্জ সাধারণ পাঠাগারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মোহিত কুমার দাঁ লিখিত বক্তব্যে বলেন, শিবগঞ্জ পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের মিঠুপুর জগন্নাথপুর গ্রামের সেলাবাতখানী মৌজায় দেবত্তর মন্দিরের নামে ৬৮ বিঘা কৃষি জমি, আমবাগান, ৩টি পুকুর ও ১টি ব্রীক ফিল্ডের আয় থেকে মন্দিরের রক্ষণাবেক্ষণ ও পূজা অর্চণা চলে আসছে। কিন্তু গোমস্তাপুর উপজেলার মন্দিরের তথাকথিত সেবাইত ক্ষিতিশচন্দ্র মন্টু সম্পত্তিগুলি অবৈধ উপায়ে লীজ ও বিক্রয় করায় সমস্যা সৃষ্টি হয়েছে।
সাংবাদিক সম্মেলনে অভিযোগ করা হয়, এই দেবত্তর সম্পতি দখলে নিতে শিবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আওয়ামীলীগ নেতা আব্দুস সালাম তার সন্ত্রাসী বাহিনী দিয়ে ককটেল বিস্ফোরন ও মন্দিরে প্রবেশ করে মন্দিরের সেবায়েত কমল ত্রীবেদীকে ও সম্পত্তি সংম্লিষ্টদের একাধিকবার বিভিন্নভাবে সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে প্রাণনাশের হুমকি দিয়েছে।  এমনকি ভারতে চলে যেতে বলেছে বলে তিনি সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন। বিষয়টি লিখিতভাবে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকেও জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন বর্মণ, সাধারণ সম্পাদক শ্রী দিলীপ রায়, শিবগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ¤্রী কূনাল মূখাজীর্, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল কুমার ঘোষ, শিবগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শ্রী প্রদীপ বড়–য়া, জেলা স্মাশান কমিটির সাধারণ সম্পাদক শ্রী সুবাস পান্ডে প্রমূখ।
তারা অভিযোগ করেন, সন্ত্রাসী কর্মকান্ডের পরেও পুলিশ সালামের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেনি।
এ ব্যাপারে পৌর কাউন্সিলর আব্দুস সালামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ওই সম্পতি লিজ নেয়ার কথা স্বীকার করে বলেন, তার বিরুদ্ধে করা সন্ত্রাসী কর্মাকান্ডের অভিযোগ ভিত্তিহীন। আমি বা আমার লোক কোনই সন্ত্রাসী কর্মকান্ড করেনি’।

চাঁপাইনবাবঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫-০৫-১৫