সড়ক নিরাপত্তা ও সড়ক ব্যবহার বিধি বিষয়ক সচেতনামূলক কর্মশালা অনুষ্ঠিত

স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে সড়ক নিরাপত্তা ও সড়ক ব্যবহার বিধি  এবং ট্রাফিক আইন/সিগন্যাল বিষয়ক সচেতনামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার  শাহনেয়ামতুল্লাহ কলেজের অ্যাডভোকেট সুলতানুল ইসলাম মনি মিলনায়তনে  বাংলাদেশ রোড ট্রান্সপোট অর্থরিটি (বিআরটিএ)  সহকারি পরিচালক ইঞ্জিনিয়িারিং স্বদেশ কুমার দাস এর সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহনেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ আনোয়ারু ইসলাম। এছাড়াও অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার মিল্টন চন্দ্র রায় ,সদর ট্রাফ্রিক ইন্সপেকটার মমিনুল ইসলাম মমিন জেলা ট্রাক মালিক গ্রপের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু  মটরযান পরিদর্শক ফয়সাল হোসেন প্রমুখ।  কর্মশালায় শাহনেয়ামতুল্লাহ কলেজের দুই শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। কর্মশালায় সড়কপথে চলাচল, ট্রাফিক সিগন্যাল,ট্রাফিক আইন এর ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করা হয়।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭-০৫-১৫