সদর উপজেলা পরিষদের ৩ কোটি ৮৫ লাখ টাকার বাজেট ঘোষণা

শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, দুর্যোগ, নৃ-গোষ্ঠীসহ বিভিন্ন খাতকে অগ্রাধিকার দিয়ে উন্মুক্ত পরিবেশে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের ৩ কোটি ৮৫ লাখ ১০ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ২০১৫-২০১৬ অর্থবছরের এই বাজেট ঘোষণা করেন, অনুষ্ঠানের সভাপতি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা শাকিলা দিল হাছিন। পূর্ণ বাজেট উপস্থাপন করেন, সদর উপজেলা প্রকৌশলী আনম ওয়াহিদুজ্জামান শাওন।
বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী সচিব মুহম্মদ মাহতাব উদ্দিন, সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসমিন আরা বেগম, ভাইস চেয়ারম্যান মাওলানা সোহরাব আলী, উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি নাসরিন বেগম, শরীকের আঞ্চলিক প্রতিনিধি ওয়াং চলা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিকুল ইসলাম, ঝিলিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তসিকুল ইসলাম,ও দেবীনগর ইউনিয় পরিষদের চেয়ারম্যান। এ সময় উপস্থিত ছিলেন, মহারাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুখলেসুর রহমান সাতেমান, সুন্দরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিউর রহমান, আলাতুলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খোয়াজ আলী, উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণির প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানে কোরান তেলাওয়াত করেন, উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ঈমাম, মোহাম্মদ সাইফুল ইসলাম। শেষে জেলা গম্ভীরা দল গম্ভীরা পরিবেশন করে।
এবারের প্রস্তাবিত বাজেটে আয়ের লক্ষ মাত্রা ধরা হয়েছে, ৩ কোটি ৪৫ লক্ষ ৫৪ হাজার টাকা। যার মধ্যে উপজেলা পরিষদের নিজস্ব আয় ধরা হয়েছে, ২ কোটি ২০ লক্ষ ১০ হাজার টাকা এবং সরকার হতে প্রাপ্ত অনুদান, ১ কোটি ৬৫ লক্ষ টাকা।  প্রস্তাবিত বাজেটে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে, ৩ কোটি ২৫ লক্ষ টাকা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-০৫-১৫