রানীহাটি ইউনিয়নে দেড় কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার সকাল ১১টায় রামচন্দ্রপুরহাট মুক্তিযোদ্ধা মঞ্চে এই বাজেট ঘোষণা করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর ও বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সাকিলা দিল হাছিন। ইউপি চেয়ারম্যান মোঃ দুরুল হোদার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে ১ কোটি ৫৭লাখ ১১হাজার ৭৪টাকার বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব মোঃ রেজাউর রহমান রেজা। বাজেটে সম্ভাব্য খরচ ধরা হয়েছে  ১কোটি ৫৬লাখ ৫০হাজার ৮৮৬টাকা এবং উদ্বুত্ত রাখা হয়েছে ৬০হাজার ১৮৮টাকা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭-০৫-১৫